ওয়েস্ট ইন্ডিজের রান দেড় শ ছুঁতে পারেনি। ২০তম ওভারের শেষ বল ব্যাটেই নিতে পারেননি আকিল, তবু নন স্ট্রাইক থেকে দৌড় দিয়েছিলেন রোস্টন চেজ। আকিল হোঁচট খেয়ে পপিং ক্রিজে পড়ে গেছেন। চেজ ফিরে আসতে চেয়েও হয়েছেন রানআউট।
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া ওপেনার অ্যালিক আথানাজের ব্যাট থেকে আসে ৫২ রান।
টসের সময় অধিনায়ক বলেছিলেন ১৮০ রানের আশপাশে সংগ্রহ গড়তে চায় তার দল। ১১ ওভারে ১ উইকেটে ১০৫ রান তুলে সেই পথে অনেকটা এগিয়েও গিয়েছিল। কিন্তু ১২তম ওভারে নাসুমের বলে টানা দুই উইকেট হারানোর পর খেই হারিয়ে ফেলে দলটি। শেষ ৯ ওভারে মাত্র ৪৪ রান যোগ করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ, হারিয়েছে ৮ উইকেট। বাংলাদেশ ম্যাচে ফিরেছে নাসুমের শেষ ওভারের জোড়া আঘাতে। এরপর রিশাদ, মোস্তাফিজরা চাপ বাড়িয়ে লক্ষ্যটা কমের মধ্যে রেখেছেন।